Welcome to my blog

𝄞

Welcome to My Creative Space

Exploring the Intersection of Software Engineering & Musical Artistry

Friday, April 4, 2025

Raag Yaman | রাগ: ইমন

 রাগ: ইমন 

রাগ পরিচয়ঃ ইমন

ইমন, রাগটির জন্ম কল্যান ঠাট থেকে। 

বাদীঃ গান্ধার, 

সমবাদীঃ নিষাদ। 

সময়ঃ রাত্রির প্রথম প্রহর

জাতিঃ সম্পূর্ণ-সম্পূর্ণ, 

আরোহ- ন্‌ রা গাক্ষা ধানার্সা। 

অবরোহ সা না ধা পা ক্ষা গারাসা। 

রাগটি খুবই সরল ও সহজ। 

রাগটি ভক্তি রসাশ্রিত। ভজনা, উপাসনা, প্রার্থনা, প্রশস্তি, ইত্যাদিতে ধ্রুপদ, ধামার থেকে অর্থাৎ পুরোনো আমল থেকে আজ রবীন্দ্রসংগীত পর্যন্ত এই রাগটিকে ভক্তি রসেই ব্যবহার করা হয়েছে, আবার এই ভক্তি রসের ভেতরেই কিছু করুণ, কিছু বীর প্রভৃতি রসের আবির্ভাব ঘটিয়ে রাগটিকে শ্রুতিমধুর করে আরও সুন্দর করা হয়েছে। ফলে রাগটি খুবই জনপ্রিয়। 

কোন রাগ ভাল করে বুঝতে বা শিখতে হলে, তার অংগ রূপের প্রতি ভাল করে ধ্যান করা প্রয়োজন যেমন, এই রাগটিতে মোটামুটি নিম্নলিখিত অংগগুলি মনে রাখা উচিৎ।


১. অন্য সমস্ত শুদ্ধ স্বরের সাথে কড়ি মধ্যমের প্রয়োগ। 

২. গান্ধার স্বরের বহুত্ব- বাদী। 

৩. নিষাদ স্বরের বহুত্ব- সমবাদী। 

৪. গান্ধার স্বরের সংগে রেখাব স্বরের সংযুক্তি। 

৫. ন্‌র, অথবা ক্ষা ধা, কিম্বা ন্‌ রা গা, ও ক্ষা ধানা। 

৬. গাক্ষাপাধা পা, ক্ষা গা, এর প্রয়োগ। 

৭. গাক্ষাপা, রা গা রা সা এর প্রয়োগ। 

৮. পুর্বাংগ প্রধান। 

৯. পারা সুর সংগতি। 

১০. গ্রহ স্বর না ন্যাস স্বর পা ও সা। 

এই গুলি ভাল করে মনে রেখে যদি বিস্তার আরম্ভ করা যায় তবে ইমণ রূপের ভাল হোক মন্দ হোক প্রকাশ ঘটবেই। যেমন, যে কোন পৰ্দ্দা থেকে যদি বিস্তার শুরু করি, পা..... ক্ষাগারা গা রা.......... এর সংগে এর অংগ না রা সা যোগ করে দিলেই ইমণ পরিষ্কার হয়ে যাবে। অথবা গা গা ক্ষা পা .............. ধা পা ক্ষা গা............ রা গা ক্ষা এর সংগে এর অংগ 'পা রা গা রা সা' যোগ করলেই ইমণ পরিষ্কার হয়ে যাবে। 

করুণ রস আনতে গেলে' সা রা সাপাক্ষাগা কিংবা ক্ষা গা .......... না ধা দীর্ঘ করে উচ্চারণ করে অথবা রা গা রানা ধা পা আবেগ প্রধান করতে গেলে না রা ক্ষা দীর্ঘ অবস্থান পরে রা পা গা রা নারা সা  । অথবা ক্ষা রা গাক্ষা গা..... রা রা নারা সা ......... অংশগুলিতে উক্ত ভাবের হদিস মিলবে।

রাগের বিস্তার-

১. গারাসান্না সা না রাগা রাগা ক্ষাগা পা ক্ষাগা রাগা রানা রাসা। 

২. নারাগা রাসা সা নাধা নাধা পা প্রাধান্য ধানা রা গারা নারাগা রা নারাসা। 

৩. সগা রাগা ক্ষগা পাক্ষাগা নাধা পাক্ষাগা র্সা নাধা পাক্ষাগা ধা পাক্ষাগা রাগা পা রাসা নারা সা। 

৪. সারাসা সারাগারাসা সারাগাক্ষাগারাসা সারাগাক্ষাপাক্ষাগারাসা সারাগাক্ষাপাধাপাক্ষাগারাসা সারাগাক্ষাপাধানাধাপাক্ষাগারাসা সারাগাক্ষাপাধানার্সানাধাপাক্ষাগারাসা। 

৫. সারাসা সারাগারাসা সারাগাক্ষাপারা সা সারাগাক্ষাপাধাপাক্ষারাসা সারাগাক্ষাপাধানাধাপাক্ষারা সা সারাগাক্ষাপাধানার্সানাধাপাক্ষারা সা। 

৬. গাগা পাধাপা সা সা নারার্সা নারার্গারার্সা রার্সা নাধা পা ক্ষাপা নাধা পা নাধা পার্সা নাধা পা রার্সা নাধাপা ক্ষাপানাধাপা ক্ষাপাধাপা ক্ষাগা রা গাক্ষাপাধা নাধা পা ক্ষগারা পাক্ষাগা রা নারা সা।


কম্পোজিশনঃ

1. ন্‌ধ্‌ন্‌স, ন্‌রস,ন্‌রগ, গগ, ন্‌ধ্‌ন্‌রস, ন্‌রগহ্ম, প, হ্মধপ, পহ্মগর, ন্‌রস।

2. সন্‌ধ্‌প, প্‌ন্‌, ন‌্‌ধ্‌ন্‌র, গর, ন্‌র‌স, গহ্মপ, হ্মধপ, গহ্মধন, নধনর্স, নর্রর্স।

3. র্সনধপ, হ্মধপ, পহ্মগর, ন্‌ধ্‌ন্‌রস, ন্‌রগহ্মপ, রগ, ন্‌রস।


০                 ১                     +                  ২  --  গহ্ম ধন

র্স  -  ন  ধ  ।প  হ্ম  গ  হ্ম ।প  -  র  গ  । ন্‌র স গহ্ম ধন

র্স  -  ন  ধ  ।প  হ্ম  গ  হ্ম ।প  -  র  গ । ন্‌র স প্‌ন্‌ সর


ন্‌  র  গ  র  ।গ  -  গ  র  ।গ  হ্ম  প  হ্ম। গ  হ্ম  প  -

ন্‌  র  গ  র  ।গ  -  গ  র  ।গ  হ্ম  প  হ্ম। গ  হ্ম  প  -


ন র্স - ধ । - ন প ধ । - ধ প হ্ম । গ র গহ্ম ধন























No comments:

Post a Comment