Song Name : Sure Sure Take Chuye
সুরে সুরে তাকে ছুঁয়ে
Lyricist - Srijato
Singers - Jimut Roy
Music Director - Joy Sarkar
Arrangements - Joy Sarkar
Tabla - Joy Nandy, Uday Mukherjee
Flute - Bubai Nandy
Guitar - Joy Sarkar
Programming - Sabuj-Ashish
Mixing and Mastering - Goutam Basu
Lyrics
সুরে সুরে তাকে ছুঁয়ে নিতে যদি কেউ না পারে
জেনো তাকে পাবে সুরেলা নদীতে দূর পাহাড়ে
গারে গারে গারে গারে গাপা গারে সানি পা গারে
স্বরলিপি থেকে ডেকে ডেকে খুঁজে নিও তাহারে
গাপা নিসা নিসা নিনি পাপা গা
তাকে ছাড়া কিছু ভালো লাগে না
তবুও আঁধারে আলো লাগে না
সে থাকে অন্ধকারে
সুরে সুরে তাকে ছুঁয়ে নিতে যদি কেউ না পারে
জেনো তাকে পাবে সুরেলা নদীতে দূর পাহাড়ে
ফোটেনি তেমন করে আজও কি প্রেমের কলি
চেনা চেনা অক্ষরে নিজেকে তাই বলি
যে ভাবে মিশে থাকে ধ্বনিতে প্রতিধ্বনি
সেভাবে মিশে যাবো জানে কি সজনী
ডাকে সাড়া দাও..
ডাকে সাড়া যদি নাই দিলে তবু
আড়ালে আড়ালে হারালে বাড়ালে হাতটা তারে
সুরে সুরে তাকে ছুঁয়ে নিতে যদি কেউ না পারে
জেনো তাকে পাবে সুরেলা নদীতে দূর পাহাড়ে
গারে গাগা গারে গারে গাপা গারে সানি পা গারে
স্বরলিপি থেকে ডেকে ডেকে খুঁজে নিও তাহারে
গাপা নিসা নিসা নিনি পাপা গা
তাকে ছাড়া কিছু ভালো লাগে না
তবুও আঁধারে আলো লাগে না
সে থাকে অন্ধকারে
গাগারে গাগারে রেগা রেগাগারে গাগারেসা
পামাগা পামাগা রেগা পামাগারে গাগারেসা
নিনিপা নিনিপা নিনিপা নিনিপা গামানিসা
পামানিসা নিসানি সাগানি গাগানি গানি পা...
No comments:
Post a Comment