Welcome to my blog

𝄞

Welcome to My Creative Space

Exploring the Intersection of Software Engineering & Musical Artistry

Thursday, March 27, 2025

ধর্মীয় গান লিরিক্স

 মন রে কৃষি কাজ জান না।

মন রে কৃষি কাজ জান না।

এমন মানব-জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা।।


কালীনামে দেওরে বেড়া, ফসলে তছরূপ হবে না।

সে যে মুক্তকেশীর শক্ত বেড়া, তার কাছেতে যম ঘেঁসে না।।


অদ্য অব্দশতান্তে বা, বাজাপ্ত হবে জান না।

আছে একতারে মন এইবেলা, তুই চুটিয়ে ফসল কেটে নে না।।


গুরুদত্ত বীজ রোপন ক’রে, ভক্তিবারি তায় সেচ না।

ওরে একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না।।

No comments:

Post a Comment