Welcome to my blog

𝄞

Welcome to My Creative Space

Exploring the Intersection of Software Engineering & Musical Artistry

Tuesday, April 22, 2025

প্রাত্যহিক গিটার প্র্যাকটিস । Daily Guitar Practice

 ১. ওয়ার্ম আপঃ যদি স্কেল শেখা থাকে তাইলে ওই স্কেল গুলোর উপর বিভিন্ন পাল্টা বাজিয়ে ওয়ার্ম আপ করা উচিৎ। আর শেখা না থাকলে ফিঙ্গার এক্সারসাইজ গুলো বাজানো উচিৎ। মিউজিক এর সেন্স এবং ফিঙ্গার স্কিল দুটোই ভালো ইমপ্রুভ হবে। সাথে মেট্রোনোম ইউজ করলে তাল এর সেন্স বাড়বে এবং স্পীড কতটুকু ইমপ্রুভ হচ্ছে সেটাও বুঝা যাবে।

২. গান বাজানোঃ জানা গানগুলোর মধ্যে কয়েকটা বাজানো উচিৎ। এতে করে গানগুলোতে শৈল্পিকতা আরো বাড়বে।

No comments:

Post a Comment